বুধবার ৯ এপ্রিল ২০২৫ - ১৪:৪৬
গাজায় ইসরাইলের নৃশংস অপরাধের বিরুদ্ধে বিশ্ব নীরব; ভারতীয় অভিনেত্রী 

ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কার বলেছেন, ইসরাইল শুধু গাজা নয়, আমাদের ভেতরের মানবতাকেও ধ্বংস করছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কার গাজার আল-নাসর হাসপাতালে ইসরাইলি বোমা হামলায় একজন সাংবাদিকসহ বহু মানুষকে জীবন্ত পুড়ে মরার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।  
স্বরা ভাস্কার আরও বলেন, গাজায় প্রতিদিন মা-বাবাদের তাদের সন্তানের লাশ কাঁধে নিয়ে কাঁদতে দেখি। বোমা হামলায় শিশুদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হতে দেখি। মানুষগুলো তাদের প্রিয়জনের অঙ্গ-প্রত্যঙ্গ প্লাস্টিকের ব্যাগে ভরে ঘুরে বেড়ায়। আজ একজন মানুষকে তাঁবুর ভেতরে জীবন্ত পুড়ে মারা হলো, আর আমরা সবাই নীরবে এই গণহত্যা দেখছি! 

তিনি ইসরাইলি হামলাগুলোকে "সবচেয়ে ভয়াবহ যুদ্ধাপরাধ" আখ্যায়িত করে বলেন, এই দৃশ্যগুলো আমাদের ফোনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, কিন্তু আমরা অস্বীকারও করতে পারছি না। আমরা ধীরে ধীরে সংবেদনশীলতা হারাচ্ছি। শুধু সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো বা অনলাইনে শপিং করে মানবতা বাঁচানো যাবে না।

তিনি আরও যোগ করেন, শিশুদের হত্যা করা, হাসপাতাল-স্কুলে বোমা বর্ষণ—এগুলো কোনো সাধারণ ঘটনা নয়। কিন্তু পশ্চিমা বিশ্ব এই অপরাধগুলোকে স্বাভাবিক করে তুলেছে। আমাদের চোখ বন্ধ করা উচিত নয়। গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha